খোলাবাজার২৪,সোমবার,১৮অক্টোবর ২০২১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কনিষ্ঠ সন্তান ‘চির কিশোর’ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক এর ৭৬০তম বোর্ড সভায় দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন পরিচালক মফিজ উদ্দিন আহমেদ, কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে,এম,এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ঈসমাইল, মোঃ শাহাদাত হোসেন ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক এ,কে,এম ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। সভায় ব্যাংকের নিয়মিত কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং ব্যাংকিং সেবাকে সচল রাখার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বোর্ড সভায় দোয়া পরিচালনা করেন অগ্রণী ব্যাংক এর প্রধান কার্যালয়ের নামাজ ঘরের পেশ ইমাম আনোয়ার হোসেন।