খোলাবাজার২৪,শনিবার,২৩ অক্টোবর ২০২১: রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগের আওতাধীন কুষ্টিয়া, যশোর, বাগেরহাট ও খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) খুলনা শহরের হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ । এ সময় তিনি শাখা ব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শাখাসমূহের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।
সংশ্লিষ্ট বিভাগের জিএম শচীন্দ্র নাথ সমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে খুলনা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার ম্যানেজার, প্রধান কার্যালয়ের ডিজিএম মো. মইন উদ্দিন মাসুদ এবং ভার্চ্যুয়ালি সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।