Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার,২৪অক্টোবর ২০২১: ভিক্টর ইলেকট্রনিক্স- এর স্বত্বাধিকারী  এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বর্তমান পরিচালক জনাব এস. এ. এম. হোসাইন এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিয়া স্পন্সরডিরেক্টর মিসেস রাহেলা হোসাইনের কন্যা সাব্বিয়া হোসাইন কানাডা থেকে চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউনটেন্ট ডিগ্রি অর্জন করেছেন। কানাডার বিখ্যাত চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউনটেন্টস্, অন্টারিও বোর্ড, টরন্টো, কানাডা থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। এর আগে সাব্বিয়া কানাডার বিখ্যাত বিশ্ববিদ্যালয় সুলিক স্কুলঅব বিজনেস, টরন্টো, কানাডা থেকে মাস্টার অব অ্যাকাউন্টিং (এমএসিসি) সম্পন্নকরেন। বর্তমানে তিনি টরন্টো, কানাডা-এর একটি  স্বনাম ধন্য আর্থিক প্রতিষ্ঠানে চিফ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছেন। সাব্বিয়া চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়াসহ দেশের সকল আত্মীয় -স্বজন, শিক্ষক, বন্ধু- বান্ধব ও শুভানুধ্যায়ীর কাছে দোয়া প্রার্থী।