খোলাবাজার২৪, রবিবার,২৪অক্টোবর ২০২১: লেনোভো “বেস্ট ইমার্জিং পার্টনার (এএমডি) এওয়ার্ড লাভ করেছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান “টগি সার্ভিসেস লিমিটেড”।সম্প্রতি টগি সার্ভিসেস লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের অপারেশনাল ইন-চার্জ মোহাম্মদ উজ্জল মোল্লা’র হাতে এওয়ার্ডটি তুলে দেন লেনোভোর রিজিওনাল চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব ডিস্ট্রিবিউশন মেহেদী জামান তানিম, হেড অব এডমিন নেসার উদ্দিন, হেড অব কর্পোরেট রাসেল আহমেদ, লেনেভো পণ্য ব্যবস্থাপক সোহেল রানা সহ লেনোভো বাংলাদেশ ও টগির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টগির অপারেশনাল ইন-চার্জ মোহাম্মদ উজ্জল মোল্লা বলেন “টগি সার্ভিসেস লেনোভোর রাইজেন গেমিং সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপ নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাংলাদেশে লেনেভো’র এএমডি সেগমেন্টের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের একমাত্র ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছে টগি সার্ভিসেস লিমিটেড। লেনেভো এএমডি শতভাগ বৈধ পণ্য ওয়ারেন্টিসহ কেনা যাবে টগি’র সকল পার্টনার হাউজ থেকে ।
লেনোভোর রিজিওনাল চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ বলেন “লেনেভো এএমডি সেগমেন্টের পিসি ও ল্যাপটপসহ অন্যান্য কম্পোনেন্টের বাজার প্রসারে অসামান্য অবদানের জন্য টগি সার্ভিসেস লিঃ এই এওয়ার্ডটি পেল।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বাংলাদেশের বাজারে লেনোভো পন্য বাজারজাত করে আসছে টগি সার্ভিসেস লিমিটেড।