Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শুক্রবার,২৯অক্টোবর ২০২১: নিন্মমানের ভুট্টার বীজ নিয়ে পাঁচ জেলার কৃষকরা চরম বিপাকে। চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ, মেহেরপুর, লালমনিরহাট এবং দিনাজপুর জেলায় রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড দীর্ঘদিন ধরে “বিজয় ৭১” ব্রান্ডের ভুট্টার বীজ বাজারজাত করে আসছে।
এই ব্রান্ডের বীজ দিয়ে চাষীরা ভালো ফলন পেয়ে আসছিলো। বীজের প্যাকেট থেকে জানা যায় ইন্ডিয়ার জয় কিষান সীডস এর কাছ থেকে “বিজয় ৭১” ব্রান্ডের বীজ নিয়ে এসে বাজারজাত করতো রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড। কিন্তু এ বছর আমদানি অনুমোদন পত্রে জয় কিষান সীডস এর নাম দিয়ে “বিজয় ৭১” ব্রান্ডের বীজ আনার কথা থাকলেও তারা তা করেনি। জয় কিষান সীডস এর কাছ থেকে কোন বীজ তারা নেয়নি।
এ বছর তারা ন্যাচারালা সীড এর নাম দিয়ে দেশীয় কমদামি বীজ মিশ্রন করে বাজারজাত করার চেষ্টা করছে বলছে অভিযোগ রয়েছে। জয় কিশান সীডের স্বত্বাধিকারী আবদুল গফুর বলেন, আমার প্রতিষ্ঠানের বীজ নিয়েই বাংলাদেশে “বিজয় ৭১” নাম দিয়েই বাজারজাত করে আসছে রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড। কিন্তু এ বছর তারা আমার কাছ থেকে কোন বীজ সংগ্রহ করেনি। তবে আমি জানতে পেরেছি “বিজয় ৭১” নামে তারা বীজ বাজারজাত করে আসছে।
তবে এই ‘’বিজয় ৭১’’ আমার প্রতিষ্ঠানের না। পাঁচ জেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা সংশয়ে আছে। “বিজয় ৭১” এর বীজ আসল না নকল তা নিয়ে। বিগত বছরগুলোতে তারা ভালো ফল পেয়েছে। রাফিদ সীডস এর বিরুদ্ধে আরো একটি অভিযোগ দেয়া পাওয়া গেছে, তারা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন না করেই (প্রাঃ) লিমিটেড হিসেবে নিজেদেরকে চালিয়ে দিচ্ছে।
এসব বিষয়ে রাফিদ সীডস এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ কোন সদুত্তর দিতে পারেনি। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে (প্রাঃ) লিমিটেড লিখে দিয়েছে। তাই আমরা লিখছি। ওই কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। জয় কিশান সীড থেকে কেন ভুট্টা আনেননি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বীজ চেয়েছি। আমাকে দেয় নি। তাই বিকল্প উপায়ে বীজ এনেছি। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আছে। তবে তিনি দেখাতে পারেননি।