Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার,০৪নভেম্বর,২০২১: সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম। উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংক এর খুলনা সাকের্লে কর্মরত ছিলেন । তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন । গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মোঃ মনিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক(সম্মান) সহ স্নাতকোত্তর ডিগী অর্জন করেন। মোঃ মনিরুল ইসলাম তাঁর দীর্ঘ কর্মজীবনে ব্যাংক এর বিভিন্ন শাখা, আঞ্চলিক কার্যালয়, সার্কেল অফিস ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দাপ্তরিক কাজে অসংখ্য ট্রেনিং ও কর্মশালায় অংশগ্রহণ করেন। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।