Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,রবিবার,২৬ডিসেম্বর,২০২১ঃ  ব্যাংকিং বইতে সুদের হারের ঝুঁকি এবং এর প্রভাব এর উপরে বাংলাদেশ মানি মার্কেট ডিলার এসোসিয়েশন এর উদ্যোগে 25-12- 2021 শনিবার এমটিভি  টাওয়ার স্যামসাং GBP চৌধুরী অডিটোরিয়ামে  এক সেমিনারের আয়োজন করা হয়  D³  সেমিনারে উপস্থিত থেকে  সেমিনারটি উদ্বোধন করেন সৈয়দ  মাহবুবুর রহমান এমডি অ্যান্ড সিইও  মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড | সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন প্রধানীয়া এক্স এমডি বাংলাদেশ কৃষি ব্যাংক , আব্দুস সামাদ এক্স- প্রেসিডেন্ট (BAMDA) অন্যান্য উপদেষ্টাগণ এবং মোহাম্মদ শামছুল ইসলাম  বর্তমান প্রেসিডেন্ট   (BAMDA)   জেনারেল সেক্রেটারী  মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন | সেমিনারে মূল বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান চৌধুরী  ডিজিএম অফসাইড সুপারভাইজার বাংলাদেশ ব্যাংক |উক্ত সেমিনারে সকল ব্যাংক  আর্থিক প্রতিষ্ঠান ট্রেজারি  প্রদান  মানি মার্কেট ডিলারগণ উপস্থিত ছিলেন |