Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৬জানুয়ারি,২০২২ঃ গেলো দুই দশকে নতুন নতুন বিভাগ-ইনস্টিটিউট খোলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সে অনুপাতে বাড়েনি অবকাঠামো, বাড়েনি শিক্ষকের সংখ্যা। তাই এক ধরনের সংকট তৈরি হয়েছে।

এই সংকট দূর করতে, চলতি শিক্ষাবর্ষে আসন সংখ্যা ১ হাজার কমিয়ে ৬ হাজারে নামিয়ে আনার সিদ্বান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন,শিক্ষার্থীদের সংখ্যা পুনর্বিন্যাস করে কিছু বিষয়ে বাড়ানো হয়েছে এবং কিছু বিষয়ে কমানো হয়েছে। আগে সাত হাজার শিক্ষার্থী আমরা ভর্তি করতাম এখন আগামি শিক্ষাবর্ষে আমরা ছয় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। কর্মক্ষেত্রে প্রয়োজন, এরকম শিক্ষাকেই গুরুত্ব দেয়া হবে।

আইন অনুষদের ডিন ড. রহমত উল্লাহ বলেন, শুধু যে কমিয়েছি তা নয় কিছু বিভাগে আমরা শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়েছি। এই সিদ্ধান্তের কারণ হচ্ছে যুগের চাহিদা।

শিক্ষার্থীরা বলছেন, আমরা যারা ক্লাস করছি আমাদের জন্য এটা ভালো কিছুই হবে। কারণ একটি ক্লাসে যখন অতিরিক্ত শিক্ষার্থী হয়ে যায় তখন শিক্ষকরাও আমাদের ঠিকমত পাঠদান করাতে পারেন না। এছাড়া আবাসন, গ্রন্থাগার–সুবিধা, শ্রেণিকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর যে চাপ আছে তা দূর করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলেও জানায় তারা।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদে ৮৩টি বিভাগ রয়েছে। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার। এর বিপরীতে আবাসিক হলগুলোতে আসন সংখ্যা ১৫ হাজার।