Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৬জানুয়ারি,২০২২ঃ  এমনকি ট্রেন ও বিমান ভ্রমণ করতেও টিকা সনদ লাগবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ১২ বছরের বেশি শিক্ষার্থীদের স্কুলে আসতে হলে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে।

এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, রেস্তোরাঁ ও শপিংমলে টিকার সনদ দেখাতে হবে। নির্দেশনা মানাতে জেলায় জেলায় নজরদারি দল থাকবে বলেও জানান। দু’একদিনের মধ্যে টেকনিক্যাল টিমের সাথে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংশোধন আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।