Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার২৪,শনিবার,১২ফেব্রুয়ারি,২০২২ঃ আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনে দেশে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এক্ষেত্রে মানুষের প্রচেষ্টা ও সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ২০১৯ সালে বাংলাদেশ থেকে ৪৪ হাজার তিনশ’ আটত্রিশ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার্থে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমানোর তথ্য তুলে ধরে এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র অধ্যাপক ও ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর)-এর সভাপতি বিশিষ্ট এ শিক্ষাবিদ সম্প্রতি বিবিআর আয়োজিত চঁৎংঁরহম ঐরমযবৎ ঝঃঁফরবং রহ অনৎড়ধফ: টঝ ঢ়বৎংঢ়বপঃরাব শীর্ষক এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এবছর উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে গমনকারী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১২২জন এবং দেশটিতে শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৪-তম মর্মেও ড. সেলিম তাঁর বক্তব্যে তথ্য প্রদান করেন।

চবি প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় গত ১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের ম্যাকনিস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে এ বিষয়ে তথ্যবহুল ও বিস্তারিত গাইডলাইন তুলে ধরেন।