Sat. Oct 25th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ২৫ মে, ২০২২ঃ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি) এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির আওতায় ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেট নরসিংদী জেলার সাটিরপাড়ার নরসিংদী প্লাজায় অবস্থিত।

আজ বুধবার (২৫ মে) তারিখে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম ও একেএম রাশেদুল হক চৌধুরীসহ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান, শীর্ষ নির্বাহীরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।