Sat. Oct 25th, 2025
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং ওয়ালটন লি: এর সহ প্রতিষ্ঠান ওয়ালকার্ট এর মধ্যে ৬ই জুন একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলেএসবিএসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহক সকল অনলাইন কেনা কাটায় ০% ইন্টারেস্টে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত কিস্তির সুবিধায় পণ্য ক্রয় করতে পারবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং ওয়ালকার্ট এর প্রধান নির্বাহী ফাহিম জামান অনিক।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: নরুল আজীম, কোম্পানী সেক্রেটারী মোঃ মোকাদ্দেস আলী, হেড অব ক্রেডিট মোঃ আব্দুল মান্নান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম এবং ওয়ালকার্ট এর জেষ্ঠ অতিরিক্ত পরিচালক সিরাজুস সালেকিন, অতিরিক্ত পরিচালক সাবরিনা রশিদ, উপ-পরিচালক মোঃ রাসেকুল ইসলাম উপস্থিত ছিলেন।