Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ০৮ জুন, ২০২২ঃ ০৮ জুন ২০২২ তারিখ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান রাকাব, ঢাকা কর্পোরেট শাখা হতে এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগ এর পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ এমদাদ হোসেন সেখ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ সাহেদ আলী তাঁদের নিজ কার্যালয় থেকে ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত বোর্ড সভায় অংশগ্রহণ করেন। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।