খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২২ঃ নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বাঁধায় মুখে উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের কৃষি বিষায়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মাজেদুল কবির রাসেল নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার বিএনপি অফিস অতিক্রম কালে পুলিশ তাতে বাধা দেন।
পরে দলীয় কার্যালয়ে সামনে উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবু হাসান খান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, সাবেক আহ্বায়ক মো. মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, মালিখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কর্মসূচীতে ভোলায় পুলিশের গুলিতে ছাত্র ও স্বেচ্ছা সেবকদলের নেতার মৃত্যুতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী এর অংশ হিসাবে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।