খোলাবাজার২৪, বুধবার, ১৭ আগস্ট, ২০২২ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২উপলক্ষে ১৫আগস্ট ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পূর্ববিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃআরজুল্লাহ-সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।