Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ঃ মোঃ জাহিদুর রহমানঃ জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো মুগদা প্রেসক্লাবের  কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভা। গত ১৬ সেপ্টেম্বর ২০২২ মুগদাস্থ স্থানীয় জম জম চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে অত্র ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বহুমুখী শিল্পস্রষ্টা দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এর পরিচালক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব জামান উদ্দিন জামান, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের কমিশনার বিএম সিরাজুল ইসলাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,  ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ইরান, মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মাহমুদ, শাপলা সিটি লিমিটেড, মান্ডা-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।  শুরুতেই পবিত্র কোরআন তিলওয়াত করেন নির্বাহী সদস্য মোঃ সালাহ উদ্দিন। এরপর প্রধান অতিথি কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ পাঠ করার পর প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ কার্যনিবার্হী সদস্যদের ডেলিগেট কার্ড পরিয়ে দেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্যের পর বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের অর্থ সম্পাদক এস এম মাসুদ রানা। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম সেফু, দপ্তর সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক  মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে মুগদা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সকল অন্যায় অনিয়ম পরিহার করে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি  সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান। এছাড়াও বক্তারা মুগদা প্রেসক্লাবের সকল প্রকার সহায়তা করার আশ্বাস দেন।  অনুষ্ঠানে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান আলোচক ড. খান আসাদুজ্জামান বলেন, বিন্দু থেকে বৃত্তের সৃষ্টি হয় তেমনি মুগদা প্রেসক্লাব ও তাদের কাজ দ্বারা একদিন অত্র এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।
প্রধান অতিথির বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আমাদের রাজনীতি, অর্থনীতি আজ  মাফিয়াদের হাতে জিম্মি। এমনকি সংবাদপত্রগুলোও মাফিয়াদের দখলে। এ কারণে সাংবাদিকরাও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে পারেনা।