Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার , ১  সেপ্টেম্বর২০২২: এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন Project Implementation Unit (PIU), SEIP গত ২৯ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর ০২, ঢাকাতে ‘Conference on Entrepreneurship Development Program & Open Loan Disbursement Ceremony’  এর আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি হিসাবে সাউথইস্ট ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী পাঁচ জন উদ্যোক্তার মাঝে উন্মুক্ত ঋণ বিতরণের অংশ হিসাবে চেক হস্তান্তর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ এখলাসুর রহমান, এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর, SDCMU, SEIP অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে নুরুদ্দীন মোঃ সাদেক হোসাইন, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং স্বপন কুমার হাং, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।