Wed. Oct 15th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২২: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) রোববার (৬ নভেম্বর) খাগড়াছড়িতে ১৭৯তম শাখার উদ্বোধন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন ও সেলিম ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক জাহেদুল্লাহ মো. সরওয়ার।