খোলাবাজার২৪,বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ইং: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সংঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।