Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ইং: ১০দফা বাস্তবায়ন এবং বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজ সকাল ১০ টায় পিরোজপুর সদর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হলে পুলিশ সামনেই বাঁধা দেয় দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এসমায় তিনি বলেন, বাঁধা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে রুখতে পারাবে না , চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন-সংগ্রামের মাঠে থাকবে। তিনি বলেন, এ অবৈধ নিশিরাতের সরকারকে হঠিয়ে তত্বাবধায়ক সরকারের দাবী বাস্তবায়ন করেই আমরা রাজপথ ছাড়ব ।
এসময় তিনি বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিজ নিজ ইউনিটের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূি কে আরো বেগবান করার আহবান জানান।