খোলাবাজার২৪, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩ইং: বাংলাদেশ ব্যাংকএবং সোশ্যালই সলামী ব্যাংক- এর মধ্যে “রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল” সংক্রান্ত চুক্তি সম্প্রতি সম্পাদিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল বিষয়ক অংশ গ্রহণ চুক্তি সম্পাদন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবুফারাহ মোঃ নাছের। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।