Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪,শুক্রবার, ১৭ফেব্রুয়ারি ২০২৩ইং: সম্প্রতি সাংবাদিক সম্মেলনে সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রোপাইটার মো. শাহজাহান।

রাজধানীর উত্তরার নিজ অফিসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামে সিএন্ডএফ ব্যবসার সাথে যুক্ত আছি। রাজধানীর বিমানবন্দর এলাকায় আমার প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যক্তিগতভাবে আমি ঢাকা কাস্টম এজেন্ট এসোসিয়েশনের মেম্বারদের কল্যাণে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। নেতৃত্ব এবং ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে আমি কিছু সার্থন্বেষী মহলের প্রতিহিংসার শিকার হচ্ছি। এরই অংশ হিসেবে আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ ছাপানো হয়েছে। যেগুলোর সামান্যতম সত্যতা নাই। আমার বিরুদ্ধ চক্রটি সামাজিক যোগযোগ মাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কাছে বলেন, প্রচলিত কাস্টমস রুলস মেনেই আমার প্রয়োজনীয় মালামাল ছাড় দেওয়া হয়। যার যথাযথ সরকারি কর্তৃপক্ষ আছে। সরকারের প্রয়োজনীয় শুল্ক উসুল দিয়েই আমি আমার ব্যবসা পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা অসত্য এবং ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।