Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ২১ফেব্রুয়ারি ২০২৩ইং: যথাযথ মর্মযাদায় অগ্রণী ব্যাংক লিমিটেড মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে এ উপলক্ষে  বিভিন্ন কর্মসূচিও পালন করেছে।

আজ মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও শ্যামল কৃষ্ণ সাহা, মহাব্যবস্থাপকরাসহ অন্যান্য নির্বাহী, অফিসার সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে অগ্রণী ব্যাংক ভবনের সামনে শহীদ জাফর চত্ত্বরে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিকেলে ওয়েবিনারে ভার্চুয়াল আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, উপব্যবস্থাপনা পরিচালক, নির্বাহীরা, সার্কেল, অঞ্চল ও শাখা প্রধানরাসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া সোমবার বাদ যোহর প্রধান কার্যালয়ের নামাজ ঘরে ভাষা শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।