Thu. Oct 16th, 2025
Advertisements

১৩ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ১২ মার্চ ২০২৩, রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক মোহাম্মদ সোলায়মান, এফসিএ, প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম, এফসিএমএ, কোম্পানি সেক্রেটারি মোঃ রিফাত হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।