Sat. Jul 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সারোয়ার মিরন, রামগতি, (লক্ষ্মীপুর): ১৬মার্চ (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৫নং চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে হতে যাওয়া এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জনসহ সর্বমোট ৪৫জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সাধারন সদস্য পদে ৩১ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
সরকারি দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে ভোট করছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কারিমুল মাওলা (সাহেদ আলী মনু)। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ৫মার্চ তাকে দলীয় পদ এবং সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। অবশ্য কারিমুল মাওলা (মনু) দাবি করেছেন বহিষ্কারের আগেই তিনি দল থেকে লিখিত আবেদন করে পদত্যাগ করেছেন।

বিএনপি’র ভোট বর্জন
 আওয়ামীলীগ শিবিরে বিদ্রোহী প্রার্থী
ডজন খানেক আওয়ামীলীগ নেতা বহিষ্কার
 প্রতিদ্বন্ধিতা হবে ত্রি-মুখী
 এক ইউপি সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতবিদ্রোহী প্রার্থী মনু’র পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নেয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: রিয়াজুল বারী, সাংষ্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন নজরুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউছুফ মাঝিসহ ১২জনকে দল বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে দলীয় প্রার্থী বাছাইয়ে পিছিয়ে থেকেও দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন লিটন চৌধুরী। তার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় উপজেলা-পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অন্যান্য অঙ্গসংগঠনের সকল শ্রেনির নেতাকর্মী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ এবং সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ সকল ইউনিটের নেতাদের সমন্বয়ে প্রতিদিনই করছেন নৌকা প্রতিকের প্রচার প্রচারনা ও সভা সমাবেশ। পার করছেন ব্যস্ত সময়।

ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রি-মুখী। আওয়ামীলীগের দলীয় প্রার্থী জাকির হোসেন লিটন চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধিতা হবে বিদ্রোহী প্রার্থী সাবেক ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক সাহেদ আলী মনু’র সাথে। অন্যদিকে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন সমর্থিত কোন প্রার্থী না থাকায় এ ভোট ব্যাংক পক্ষে নিয়ে শক্ত প্রতিদ্বন্ধি হয়ে উঠতে পারেন স্বতন্ত্র প্রার্থী মো: দেলোয়ার হোসেন (মোটরসাইকেল)। অন্য দু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন মো: নুরুল ইসলাম (চশমা) এবং সাহেদ আলী মনুর সহধর্মীনি ড্যামি প্রার্থী নাদিয়া সুলতানা মিলি (টেবিল ফ্যান)। সাধারন সদস্য পদে ৯নং ওয়ার্ড থেকে ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো: নাসির উদ্দিন।
৮নংওয়ার্ড সাধারন সদস্য প্রার্থী মো: আল আমিন জানান, মেঘনা তীরবর্তী হওয়ায় আমার কেন্দ্রটি বেশ ঝুঁকিপূর্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে আমি প্রশাসনে দৃষ্টি আকর্ষন করছি। চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন চৌধুরী জানান, বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখেই জনগন নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। নিকট অতীতে স্বচ্ছ ও সততার সাথে শান্তিপূর্ন দায়িত্ব পালন করেছি। জনগন অবশ্যই এর প্রতিদান দেবেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্নের লক্ষে ১২মার্চ (রোববার) সরেজমিনে নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার ড. মাহফুজ্জামান আশরাফ। এ সময় তিনি একাধিক মতবিনিময় সভায় অংশ নেন এবং সাধারন ভোটাদের সাথে কথা বলেন। তিনি জানান, নির্বাচন স্বচ্ছ-সুন্দর এবং নিরপেক্ষ হবে। এতে কোন প্রকার অন্যায় অনিয়মের সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি থাকবে।
উল্লেখ্য, ৬নং চর আলগী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৪৩২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১৪৪ এবং নারী ভোটার সংখ্যা ৯২৮৮জন। পুরো ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৯টি স্থায়ী ভোটকেন্দ্রে ৫৩টি ভোটকক্ষের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলবে। ভোটগ্রহন সুষ্ঠু ও স্বাভাবিক করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় শতাধিক ভোটগ্রহন কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন। প্রায় অর্ধ লক্ষাধিক জনসংখ্যার এ ইউনিয়নটির নির্বাচন মামলা ও সীমানা জটিলতায় বেশ কয়েকবার পেছালেও গত ২৬ জানুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।