খোলা বাজার অনলাইন ডেক্স:এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ব্রাঞ্চ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) সম্মেলন ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী। ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও এসইভিপি মোঃ মাসুদুর রহমান এফসিএ’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম। সম্মেলনে রিসোর্স পারসন ছিলেন- বিএফআইইউ যুগ্মপরিচালক মোঃ আনোয়ারুল হক এবং রাজিব হাসান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও ভিপি এএনএম মেজবাহুল হাসান। বক্তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলোর ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।