
খোলা বাজার অনলাইন ডেস্ক ১৯ মার্চ: ফেরদৌস আলম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নবাগত ওসির নেতৃত্বে পুলিশের সচেতনতা মূলক মহড়া দেওয়া হয়েছে।
রবিবার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ী, শ্রীপুর, কাপাশিয়া, চন্ডিপুর ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে মটর সাইকেল ও পুলিশের পিকআপ ভ্যান নিয়ে থানা অফিসার ইনচার্জ কে.এম. আজমিরুজ্জামান একদল পুলিশসহ সাইরিন বাঁজিয়ে এক জন সচেতনা মূলক মহড়া দেয়। এ মহড়ায় প্রতিটি ইউনিয়নের দফাদার ও গ্রামপুলিশরা এতে অংশ নেয়। সন্ধ্যার পর অহেতুক বাইরে ঘোরা ফেরা ও আড্ডা বন্ধে কিশোরদের প্রতি নজর রাখতে অভিভাবকদের নিকট অনুরোধ জানানো হয়। এ সহ নতুন ইনচার্জের দ্বিতীয় বারের মতো সুন্দরগঞ্জে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মহড়ার মাধ্যমে নিজ সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় কি করে, সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের যত্নবান হওয়ার আহবান জানানো হয়। পুলিশের এই ব্যতিক্রম সচেতনতা মূলক মহড়ার ফলে এলাকায় অপরাধ মূলক কাজের সাথে জড়িত চক্রটিও কোনঠাসা হয়ে পরেছে। এমন মহড়া চলমান থাকলে এলাকায় সকল ধরনের অপরাধ মূলক কাজ বন্ধ হবে বলে অনেকেই আশা করেন। ওসি কে.এম. আজমিরুজ্জামান এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, অপরাধ মূলক কাজ বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের এ মহড়া অব্যহত থাকবে ।