Mon. Aug 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২০ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক : ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোশন শিমুলবাড়ী গ্রামের আব্দুল হামিদের পুত্র শফিকুল ইসলাম কর্তৃক গ্রামের প্রতিবেশী ভাতিজী সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছেছে।

এর আগে, গত ১৩ মার্চ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মামলা হওয়ার পর থেকে পালাতক রয়েছে ধর্ষক শফিকুল ইসলাম।

ভুক্তভোগী ও মামলার বিবরণে জানা গেছে, দিনমজুরি কাজ করায় ওই ছাত্রীর মা-বাবা প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ কারনে মেয়েটি বাড়িতে একাকী থাকেন। একাকী থাকার সুযোগ নেয় শফিকুল ইসলাম (২৮)। প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে মেয়েটি অসম্মতি জানালে সে তাকে নানা রকম প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে কাজ না হওয়ায় শেষ সুযোগ খুঁজতে থাকে। প্রায় দেড় মাস আগে মেয়েটির মা বাপের বাড়ি গেলে এবং বাবা কাজের জন্য বাইরে গেলে শফিকুল ইসলাম দিনের বেলায় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেযন। মেয়েটি ভয়ে কাউকে কিছু না বলায় শফিকুল আবারো তাকে ধর্ষণের সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে গত ১৩ মার্চ মেয়েটির বাড়িতে ঢুকে ধর্ষর্ণের চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে ধরার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যান শফিকুল। কিন্তু ঘটনা ধামাচাপার দেয়ার জন্য মেয়েটির পরিবারকে ভয়-ভীতি, টাকার লোভ ও হুমকি প্রদর্শন করতে থাকে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান থানায় মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।