Mon. Oct 20th, 2025
Advertisements

২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে ময়মনসিংহ শহরের দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অলাভজনক প্রতিষ্ঠান এম এ ফাউন্ডেশন।এম এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মিডিয়া সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ সোমবার এক অনুষ্ঠানে ৩০০টি পরিবারের মধ্যে রমজানের ভোগ্যপণ্য বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেপ্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জনাব হারুন বলেন, মানবতার জন্য ফাউন্ডেশনটি ২০২১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি শুধুমাত্র রমজানেই নয়, সংকটের সময়েও চরম দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এম এ ফাউন্ডেশন দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। মিডিয়া সোর্স লিমিটেড ঢাকায় অবস্থিত একটি শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং প্রতিষ্ঠান। এটি টেলিকম এবং অন্যান্য কর্পোরেট গ্রাহকদের জন্য তাদের পণ্য সম্পর্কিত মিডিয়া কভারেজের তথ্য-উপাত্তসংগ্রহ, বিচার, বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করে থাকে।