২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক : বিডিবিএল সিকিউরিটিজ লি. (বিএসএল) এর ১২তম বার্ষিক সাধারণ সভা পরিষদ চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস এর সভাপতিত্বে মঙ্গলবার (২১ মার্চ) কারওয়ান বাজারস্থ বিএসএল এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার হোল্ডার প্রতিনিধি হিসেবে বিডিবিএল’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. হাবিবুর রহমান গাজী উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক মো. খোরশেদ হোসেন, প্রফেসর ড. মো. হাসিবুর রশিদ, মো. রিফাত হাসান, মো. গোলাম মোস্তফা, মো. রোকোনুজ্জামান, এফসিএ, বিএসএল সিইও মো. শফিকুল ইসলাম, বিডিবিএল এর কোম্পানী সচিব কামাল উদ্দিন আহমেদ মোল্লা ও বিএসএল কোম্পানী সেক্রেটারী এস.এম. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। সভায় কোম্পানীর ২০২২ সালের আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয় এবং হোল্ডিং কোম্পানী বিডিবিএলকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবও অনুমোদন করা হয়।