Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর বেলপুকুর এলাকায় থেকে ওয়ান শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা ২১ মার্চ সোমবার দিবাগত রাত পৌণে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার হাঁসবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও শেরপুর এলাকার আবুল কাসেমের ছেলে আবু রায়হান তোতা (৩০)। অভিযানে উদ্ধার হয়েছে চারটি ওয়ান শুটারগান, একটি মোটরসাইকেল, এক বোতল ফেন্সিডিল ও নগদ টাকা। ২১ মার্চ মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় অস্ত্র ব্যবসায়ীরা নাটোর থেকে অস্ত্র এনে বিক্রির জন্য রাজশাহীর বিনোদপুর এলাকায় দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এটি দল তাদের পিছু নিয়ে বেলপুকুর থানার রেলক্রসিংয়ের সামনে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার হয়। গ্রেফতারের পর তাদের বেলপুকুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।