Mon. Oct 20th, 2025
Advertisements

২৬ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ  ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি: পিরোজপুর ইন্দুরকানীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও ইন্দুরকানী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জি আই লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ কল্যান অফিসার মুশিদুল হক, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক দুলাল। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন, মুক্তিযোদ্ধা ডা: আবু হানীফ প্রমুখ। অনুষ্ঠানে মোট ১১৭ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।