Sat. Oct 25th, 2025
Advertisements
আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় বেসরকারী সংস্থার নাগরিক এর  উদ্যোগে গত ০৭মে থেকে ১০মে দু’দিন ব্যাপী পুন:স্হাপন, ন্যায়বিচার,  সালিশ, মুসলিম ও হিন্দু পারিবারিক আইন, মানবাধিকার, আরজেএফ, জেন্ডার, বাল্য বিবাহ এবং নারীর উপর সহিংসতার বিষয়ক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ উপজেলার চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আরজেএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন। প্রশিক্ষণের সহায়ক ছিলেন নাগরিক উদ্যোগ বরিশালের এরিয়া কো অর্ডিনেটর সুপ্রিয় দত্ত, বানারীপাড়ার মোঃ মহসিন মিয়া ও পরিতোষ রায়।