Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আব্দুল আউয়াল,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বৃহস্পতিবার ১১ মে সকাল ১১ টায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, হেলভেটাস সুইস ইন্টার কো- অপারেশন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে ‘ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের  সভা ও কমিটি গঠন হয়। সভায় অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন সহ অপরাজিতদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  উপজেলা নেটওয়ার্কের সন্ধ্যা রাণী মিস্ত্রির সভাপতিত্বে আলোচনায় করেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক  ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, রুপান্তরের বরিশাল জেলা সমন্বয়কারী নুর -ই- আজম হায়দারী, মাঠ সমন্বয়কারী মুনজিলা প্রমূখ।
সভা শেষে উপস্থিত নেট ওয়ার্কের সদস্যদের সম্মতিক্রমে সন্ধ্যা রাণী মিস্ত্রি সভাপতি, তাসলিমা বেগম সহসভাপতি,  নাজমিন জাহান পলি সাধারণ সম্পাদক, ছকিনা বেগম সহসম্পাদক, এরুনুমা কোষাধক্ষ্য, মেরিনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ঠ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের  কার্যকরী কমিটি গঠন করা হয়।