Thu. Oct 16th, 2025
Advertisements

১৭ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : প্রাইম ব্যাংক সম্প্রতি ক্রাউন প্লাজা ঢাকা গুলশান্#৩৯; এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারবৃন্দ ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে, বুফেতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা ছাড়াও রুম সার্ভিস, ফিটনেস সেন্টার, লন্ড্রি পরিষেবা, বিস্ট রেস্তোরায় এ-লা-কার্ট মেনু ও ব্যাঙ্কুয়েট হলের ওপর বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ক্রাউন প্লাজা ঢাকা গুলশান #৩৯; এর ডিরেক্টর অব অপারেশনস মোহাম্মাদ ফাওয়াদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসি ’ এর প্রধান মাসুদুল হক ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।