২১ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : ১৯ ও ২০ মে ২০২৩ তারিখে যথাক্রমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের জোনাল ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণের অংশগ্রহণে পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক-এর প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) শওকত শহিদুল ইসলাম। সভায় বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাগণ; রাজশাহী বিভাগের সকল জোনাল ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) উভয় বিভাগের জোনসমুহের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তাগণ সরাসরি এবং ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে); রাজশাহী ও রংপুর বিভাগের সকল জোনাল নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম ও রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাকাবকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রনয়ণের পাশাপাশি তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি উদ্যোগী ও কর্ম তৎপর হওয়ার পরামর্শ দেন। শ্রেণীকৃত ঋণ থেকে আদায় বৃদ্ধি এবং চলতি অর্থবছর শেষে নতুন করে যাতে শ্রেনীকৃত ঋণ বৃদ্ধি না পায় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংকের আর্থিক ভিতকে মজবুত করার লক্ষ্যে আমানত সংগ্রহ কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেন। পরিশেষে তিনি জুন ২০২৩ ভিত্তিক বার্ষিক হিসাব সমাপনীতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতা কামনা করেন এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে দেশের কল্যাণ সাধনে সকলকে তৎপর হতে বলেন।