অনলাইন ডেস্ক ,দৈনিক খোলা বাজারঃ সোশ্যাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে শারজাহ’রনুরআল হেলাল হোটেলের হল রুমে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান আকমল হোসেন।সভায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, এসআইবিএলনাউঅ্যাপেরমাধ্যমে ই- অ্যাকাউন্ট খোলা, প্রবাসীদেরজন্য বিনিয়োগসুবিধাসহনানাব্যাংকিংসুযোগ-সুবিধাসংক্রান্তবিভিন্নবিষয়েপ্রবাসীবাংলাদেশীদের সাথে আলোচনা হয়।
প্রধানঅতিথির বক্তব্যে জাফরআলমবলেন, প্রবাসীদেরজন্য ঢাকাএয়ারপোর্ট থেকে সিটিরমধ্যে যে কোনগন্তব্যে পৌঁছে দেবারজন্য আমরাদুটিগাড়িব্যবস্থা করেছি।