২৩ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : গাজী আবুল কালাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীর পাড়েরহাট ভুমি অফিসের আয়োজনে পিরোজপুরের জেলা প্রসাশক জাহেদুর রহমানের সাথে স্থানীয় ভুমি মালিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) জনাব লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেরন জেলাপ্রসাশক জাহেদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাঃ শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, পড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, ওসি এনামুল হক, রাজলক্ষি স্কুল এন্ড জলেজের প্রধান শক্ষক অশোক কুমার চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পাড়ের হাট ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ প্রমুখ। অলো চনা সভায় ভ’মি সেবা গ্রহীতা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সম্পুর্ণ ভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষে জেলা প্রসাশক জাহেদুর রহমান বক্তব্য রাখেন।