ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বিজিবি সদস্য জাহিদের বিরুদ্ধে এক নারির সমভ্রম হানি অভিযোগ। উপজেল নির্বাহী অফিসার ও ইন্দুরকানী থানা ওসি বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে।
উলেখ্য উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের শাহ-আলম হাওলাদারের পুত্র তানভিল আহমেদ ওরফে জাহিদ একজন বাংলাদেশ বর্ডারর্গাড(বিজিবি) সদস্য একই বাড়ির খলিল হাওলাদার দির্ঘদিন অসুস্থ থাকায় তার স্ত্রী শাহিদার উপর নজর পরে বখাটে জাহিদের, অনেক দিন থেকে কুপ্রস্তাব দিয়ে চলছে গত ২২ মে সোমবার দিন গত গভির রাতে শাহিদার ঘরের দরজা ঠেলে ঘরে উঠে তার শরিরে হাত দেয় তখন বলি এখান থেকে জাবি না চিৎকার দিয়ে লোক ডাক দিব তখন দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। উলেখ্য শাহিদার স্বামী একজন পতিবন্দি পাগল থাকায় কয়েক বছর যাবৎএই সুযোগ নিতে জাহিদ প্রায়ই শাহিদাকে বিরক্ত করত। বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এমন ঘটনা ঘটানোর পরে জাহিদ গংয়েরা ধমকি দিয়ে বলে কি হবে মাত্র একটা টেলি ফোনে সব ঠিক হয়ে যাবে,টাকায় সব ঠিককরে ফেলব। এই জাহিদ সম্পাক জানতে চাইলে এলাকাবাসি বলে এরা দাঙ্গাবাজ বেপরোয়া খারাব কুচ্করের লোক। এবং এবিষয়ে জাহিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।