Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর প্রতিনিধি:বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধির লক্ষে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করে আসছে। তারই অংশ হিসেবে আজ ১ জুন ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদ হোসেন তালুকদার, ইমেরিটার্স চেয়ারম্যান, উদ্দীপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর অঞ্চল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য উদ্দীপন “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি” চালু করেছে এর ফলে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথ সহজ হবে। এবং এই সকল মেধাবী শিক্ষার্থীরাই সোনার বাংলা গড়ার অংশীদার হবেন। উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।