Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


২৪জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : মোসাঃশিমু আক্তারঃ শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, (২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য সম্পদে সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ। এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সদস্য আনোয়ার হোসেন স্বপন, খন্দকার আমীর হোসেনসহ মৎস্য দপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গ।