Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
০৩আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক :খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধিঃ এ যেন স্বপ্ন দেখা ১ কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! শুনে অবাক হলেও অত্যন্ত সুগন্ধময় এই মরিচ ব্যবহার করেন আরব দেশে রাজা-বাদশারা, তাদের খাবারে এই মরিচ ব্যবহার করা হয়।
শখের বসে এই চারাপিতা জাতের  মরিচ নিজ বাড়ির উঠানে পৃথিবীর সেরা মরিচ আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন তারাগঞ্জের কৃষক আব্দুল হাকিম।
 রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের, বুড়িরহাট গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিনের ছেলে আব্দুল হাকিম  শখের বসে বাড়ির উঠানে লাগিয়েছেন  চারাপিতা জাতের মরিচ।আগে জাতেন না চারাপিতা কোনো সাধারণ মরিচ নয়, পৃথিবীর সবচেয়ে দামি মরিচ হিসাবে পরিচিত।
 তার দুটি গাছে কয়েকশ মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়। ফেসবুকে এ খবর ভাইরাল হলে মরিচ গাছ দুটি দেখতে অনেকেই ভিড় করছেন আব্দুল হাকিমের বাড়িতে।
 দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ। বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কি-না, সেটি গবেষণার প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।