Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৫আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষে বাংলা-কিউআর এর মাধ্যমে বিল পেমেন্ট সেবা চালু করলো এক্সিম ব্যাংক। আজ (আগস্ট ০৩, ২০২৩) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন। এই সেবা উদ্বোধনের ফলে এক্সিম ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন থেকে এক্সিম ব্যাংকের আধুনিকায়নকৃত মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এক্সিম আইজার’ এর মাধ্যমে বাংলা-কিউআর সম্বলিত যেকোনো দোকান বা আউটলেটে মোবাইল ফোনে বাংলা-কিউআর কোড স্ক্যান করে সরাসরি তাদের অ্যাকাউন্ট থেকে বিল পেমেন্ট করতে পারবেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানম এবং ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগীয় প্রধানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক প্রযুক্তিবান্ধব ব্যাংক, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংকিংসেবাকে গ্রাহকদের হাতের নাগালে নিয়ে যাওয়াই এক্সিম ব্যাংকের লক্ষ্য। এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা বাংলা কিউআর কোড এর মাধ্যমে সরাসরি পেমেন্ট সেবা চালু করেছি।