০৭আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : ভূটান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাথে বৈদেশিক বাণিজ্য উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা করেছে জনতা ব্যাংকলিমিটেড। সম্প্রতি জনতা ব্যাংকের এমডিএন্ডসিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা, জি এম-ইনচার্জ মোঃ ইয়াকুৎ মিঞাসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা অংশনেন। ভূটান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যাংকিং অপারেশন ডিরেক্টর হেমকুমার আচার্যের নেতেৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুইটি ব্যাংকের মধ্যে বর্তমান বৈদেশিক বাণিজ্যিক পরিস্থিতি এবং ভবিষ্যত বাণিজ্যিক সম্ভবনার বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।