Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৯আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : গ্রাহকদেরকে দ্রুত, আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আরো একধাপ এগিয়ে আসল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় গ্রাহকদেরকে অতি দ্রুততম সময়ে ও নিরাপদে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ০৯ আগস্ট ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করেছে। এখন থেকে একজন গ্রাহক কন্টাক্টলেস কার্ড চালুর মাধ্যমে প্রচলিত পদ্ধতিতে পস টার্মিনালে কার্ড প্রবেশ না করিয়েই কার্ড পস টার্মিনালে টাচ করার মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেন আরো সহজতর হবে, লেনদেনের সময় কম লাগবে এবং সর্বোপরি কার্ড অন্যের হাতে দেওয়ার রিস্ক থেকে কার্ডহোল্ডারগণ স্বস্তিতে থাকবেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবার সার্বিক সুবিধাসমূহ নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব আব্দুল হালিম, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন খান, জনাব মোঃ মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক ও জনাব কে. এ. এম. মাজেদুর রহমান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু), ব্যাংকের কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার, সিএফও জনাব মোঃ জাফর ছাদেক এবং কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন।