Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১১আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : গত বৃহস্পতিবার (১০ আগস্ট) অভিযোগ, আপত্তির মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল “বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)” ।
নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে নতুন “বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)” প্রতিক (নোঙর) রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে বিএনএম এর বিরুদ্ধে একটি অভিযোগ পড়ে ইসিতে। সেই অভিযোগটি শুনানিতে না টিকলে নিবন্ধন পায়  “বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)”। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪টি।
প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন জমা দিতে বলে ইসি। এবারও তেমন আহ্বান জানালে ১৯৬টি দল আবেদন করে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্তপূরণ করে। তাদের দেওয়ার তথ্য অধিকতর যাচাই-বাছাই করলে তদন্তে টেকে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি। পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্তের পর সেখান থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে “বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)” ৩০০ আসনে নোঙর প্রতিক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন দলটির মুখপাতর ব্যারিস্টার সরোয়ার হোসেন।