Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৫আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : বিক্ষুব্ধ ভক্তরা আজ মঙ্গলবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বর দখল করে মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হাসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ আদায় করেছে।

বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেমী যোহর নামাজ শেষে ঘোষণা দেন সুন্নাত নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মিম্বারের কাছে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ঘোষণার সাথে সাথে মসজিদের ভেতরে উপস্থিত মাওলানা সাঈদীর ভক্তরা প্রতিবাদে ফেটে পড়ে। তারা ইমামকে ’ভূয়া’ ’ভূয়া’শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, কেন এতো বড় এক জন আলেম সাঈদীর জন্য দোয়া করা হলো না এবং তার গায়েবানা জানাযার ঘোষণা দেয়া হলো না। শত শত ভক্ত সাঈদীর গায়েবানা জানাযায় শরীক হবার জন্য বায়তুল মোকাররমে জড়ো হয়েছে। কিন্ত সাঈদীর গায়েবানা জানাযার আয়োজন না করায় তারা চরমভাবে ক্ষুব্ধ। এসময়ে একটি প্রভাবশালী রাজনৈতিক নেতা বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য মসজিদের প্রথম কাতারে অবস্থান নিলেও সাঈদীর ভক্তদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যদিয়ে ওই নেতা উত্তর পার্শ্বে দরজা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির রুমে গিয়ে আশ্রয় নেন।

এসময়ে পরিস্থিতি বেগতিক দেখে মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন কাসেম দ্রুত মসজিদ ত্যাগ করে নিজেকে রক্ষা করেন। ফলে নামাজের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের জন্য ঘোষিত দোয়া মাহফিল প- হয়ে যায়। রাজনৈতিক দলের ওই দলীয় নেতার উপর চড়াও হবার উদ্দেশ্যে সাঈদীর বিক্ষুব্ধ ভক্তরা ডিজির রুমের দিকে দৌঁড়ে ছুঁটে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ব্যাপক হৈ চৈ শুরু হয়। তারা নামাজের আগ দিয়ে না যাওয়ার কয়েকটি স্ট্যান্ড ভাঙচুর করে। এ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির রুমে আশ্রিত দলের কয়েকজন নেতাকে দ্রুত মসজিদ এলাকা ত্যাগ করতে দেয়া যায়।

এক পর্যায়ে সাঈদীর বিক্ষুব্ধ ভক্তরা মসজিদের ভেতরে মিম্বর এলাকা কিছু সময়ের জন্য দখল করে নেয়। উত্তেজিত সাঈদীর ভক্তদের মধ্য থেকে একজন ইমামতির দায়িত্ব নিয়ে মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে তার ভক্তরা সংক্ষিপ্ত দোয়া করেন। বিক্ষুব্ধ বিভিন্ন শ্লোগান দিতে দিতে মসজিদের পূর্ব সাহানে অবস্থান নেয়। সেখান থেকে শ্লোগান দিয়ে দক্ষিণ চত্বরের সামনে গিয়ে জড়ো হয়।

এসব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে জানাযার নামাজের স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের টানানো ব্যানার টেনে হেঁচড়ে নামিয়ে দক্ষিণ প্লাজায় নিয়ে পিটিয়ে ছিড়ে ফেলে। পরে ভক্তরা শ্লোগান দিতে দিতে বিভিন্ন গেইট দিয়ে বাইরে চলে যায়। এসব ঘটনা চলাকালে বায়তুল মোকাররমে কোনো পুলিশ মোতায়েন ছিল না। তবে ঘটনার অনেক পরে বায়তুল মোকাররম এলাকায় পুলিশ সদস্যদের আসতে দেখা যায়।