Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৬আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিিিমটেড। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের সকল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহ্ফিলের শুরুতে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন এর দরবারে ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মুহাম্মাদ আমির হামযাহ সিরাজ।