Mon. Aug 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৭আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে এক্সিম ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানমসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

শোকদিবস পালনের অংশ হিসেবে ব্যাংকের পক্ষ থেকে ঢাকার একটি মাদরাসায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে মানসম্মত খাবার বিতরণ, প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের সামনে শোক ব্যানার প্রদর্শন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।