Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবল (টেকসই) রেটিংয়ে সন্তোষজনক অবস্থান অর্জন করায় সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ২৯ আগস্ট ২০২৩ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের পর্ষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক জনাব মোঃ খুরশিদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক জনাব চৌধুরী লিয়াকত আলী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসইভিপি ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস উপস্থিত ছিলেন।